Tuesday, October 21, 2025
Homeবিনোদনবার্লিনাল ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে ৪০ হাজার ইউরো অনুদান পেল বাংলাদেশি চলচ্চিত্র...

বার্লিনাল ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে ৪০ হাজার ইউরো অনুদান পেল বাংলাদেশি চলচ্চিত্র ‘সুরাইয়া’

বিশ্বের ৬৩ দেশের ২৩৬ ছবির মধ্যে মাত্র ৮টি নির্বাচিত; এশিয়া থেকে বাংলাদেশ ও কম্বোডিয়ার দুটি চলচ্চিত্র পেল সহায়তা

বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুরাইয়া’ পেয়েছে বার্লিনাল ওয়ার্ল্ড সিনেমা ফান্ড (WCF) থেকে ৪০ হাজার ইউরো (প্রায় ৫৭ লাখ টাকা) অর্থায়ন।

এই ফান্ডটি আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রকে সহায়তা করে থাকে।

এ বছর বিশ্বের ৬৩টি দেশের ২৩৬টি চলচ্চিত্র ফান্ডের জন্য আবেদন করেছিল, যার মধ্যে মাত্র ৮টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এশিয়া থেকে নির্বাচিত দুটি চলচ্চিত্র হলো বাংলাদেশের ‘সুরাইয়া’ এবং কম্বোডিয়ার ‘টু লিভ টু স্টে’।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন রবিউল আলম রবি এবং প্রযোজক ফজলে হাসান। ইতোমধ্যে ছবিটি আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে। এটি অংশ নিয়েছে ২০২৩ সালের বুসান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান প্রজেক্ট মার্কেট, ফ্রান্সের ফেস্টিভাল দে ত্রোয়া কন্তিয়াঁর ‘প্রদ্যুইর ও স্যুদ ধারমশালা ল্যাব’, এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত তাসভির ফিল্ম মার্কেট-এ।

পরিচালক রবিউল আলম রবি জানান, বার্লিনালের এই অর্থায়ন ছবির প্রোডাকশন ধাপে ব্যবহার করা হবে, যা একটি জার্মান কো-প্রডিউসারের মাধ্যমে পাওয়া যাবে।

‘সুরাইয়া’ ইতোমধ্যেই বাংলাদেশের সরকারের প্রোডাকশন গ্রান্ট পেয়েছে। ছবিটির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহমান এবং নরওয়ের আর্নে ধার।

RELATED NEWS

Latest News