চট্টগ্রাম মহানগর এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের প্রথম ধাপের পাইপলাইন স্থাপন কাজ আবারও বন্ধ হয়ে গেছে নয় মাসের বকেয়া দাবিতে।
এটি চলতি বছরে দ্বিতীয়বারের মতো কাজ বন্ধের ঘটনা, যা ইতোমধ্যে দুই দফা সময় বাড়ানো প্রকল্পের নির্ধারিত সময়সীমা পূরণে ঝুঁকি তৈরি করেছে।
গত ৯ অক্টোবর সাতটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান প্রধান ঠিকাদার দক্ষিণ কোরিয়ার তেয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কো. লিমিটেড (TY)-কে চিঠি পাঠিয়ে সোমবারের মধ্যে বকেয়া পরিশোধ না করলে কাজ বন্ধের সিদ্ধান্ত জানায়।
চিঠিতে স্বাক্ষর করেন এমএস নূর এন্টারপ্রাইজ, এসএ ইঞ্জিনিয়ারিং, জাহান এন্টারপ্রাইজ, দেশ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড, ইনাস এন্টারপ্রাইজ, পোর্ট হারবার ইন্টারন্যাশনাল ও পাওয়ারবাংলা করপোরেশন-এর প্রতিনিধিরা।
এর আগে গত মে মাসেও পাঁচ মাসের বকেয়া দাবিতে সাব-কন্ট্রাক্টররা কাজ বন্ধ করেছিলেন। তখন প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান আগস্ট ২০২৫-এর মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সেই অর্থ পরিশোধ না হওয়ায় তারা পুনরায় পূর্ণাঙ্গভাবে কাজ বন্ধের ঘোষণা দেন।
একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেইলি সান-কে বলেন, “গত দশ মাস ধরে কোনো পেমেন্ট পাইনি। প্রায় এক হাজার মানুষ—ইঞ্জিনিয়ার, কর্মচারী ও শ্রমিক—এই সাতটি প্রতিষ্ঠানে কাজ করছে। এতদিন বেতন না দিতে পারলে কাজ চালানো অসম্ভব হয়ে পড়ে। অনেকেই ইতোমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন।”