Tuesday, October 21, 2025
Homeঅর্থ-বাণিজ্যদক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ আকর্ষণে পাঁচদিনের কৌশলগত সফরে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি...

দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ আকর্ষণে পাঁচদিনের কৌশলগত সফরে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ের বৈঠক; আজ সিউলে “গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ” সেমিনার

দক্ষিণ কোরিয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে পাঁচদিনের কৌশলগত সফরে সোমবার দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে দলটি ২০-২৪ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। সফরের মূল লক্ষ্য—দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা ও বিনিয়োগ আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া।

দলে রয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র কর্মকর্তারা। সফরটি পরিচালনায় কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি), বিশ্বব্যাংক গ্রুপ।

২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দলটি বিভিন্ন কোরিয়ান বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে Government-to-Business (G2B) বৈঠক করবে। এসব বৈঠকে ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, টেক্সটাইল, কেমিক্যালস ও ভারী নির্মাণ খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

এছাড়া Government-to-Government (G2G) পর্যায়েও বৈঠক হবে, যেখানে কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের (MOTIE) উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। আলোচনায় আসবে প্রস্তাবিত কোরিয়া-বাংলাদেশ কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (CEPA) ও সাম্প্রতিক বাণিজ্যনীতি সংক্রান্ত বিষয়।

সফরের অন্যতম আকর্ষণ হবে আজ সিউলে অনুষ্ঠিত “Gateway to Growth: Invest in Bangladesh” সেমিনার। বিডা ও সিউলে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এটি আয়োজন করছে, ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের (FKI) সহযোগিতায়।

সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ-সহজীকরণ উদ্যোগ তুলে ধরা হবে। ইয়ংওন করপোরেশনের মতো কোরিয়ান বিনিয়োগকারীরা তাদের সফল অভিজ্ঞতা শেয়ার করবেন।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, “দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আমরা বাংলাদেশকে কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য একটি কৌশলগত উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উপস্থাপন করতে চাই। একই সঙ্গে উচ্চপ্রযুক্তি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব এবং নীতিগত আলোচনার মাধ্যমে বাজারে প্রবেশাধিকার বাড়াতে চাই।”

প্রতিনিধি দলটি আইএফসি-সমর্থিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতেও অংশ নেবে, যার লক্ষ্য বিডার বিনিয়োগ প্রচার ও বিনিয়োগকারী সেবাদান সক্ষমতা বৃদ্ধি করা।

RELATED NEWS

Latest News