Friday, October 17, 2025
Homeবিনোদন১৩তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন অহমো হাসান

১৩তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন অহমো হাসান

জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত আয়োজনে শিল্পী, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ

জনপ্রিয় অভিনেতা অহমো হাসান ১৩তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব সৈয়দ মারগুব মোরশেদ, বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান ও নাট্যকার রাজীব মনি দাসসহ অনেকে অহমো হাসানের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অহমো হাসান বলেন, “সবাই মানুষ, কিন্তু মানুষের আসল পরিচয় তার কাজের মধ্যেই প্রকাশ পায়। সেই কাজের স্বীকৃতি পাওয়া সৌভাগ্যের বিষয়। এই সম্মানের জন্য আয়োজক কমিটিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে অভিনেতা ও পরিচালক শামীম জামান, নাট্যকার সাকল আহমেদ, বায়োস্কোপ কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন আপুসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News