Friday, October 17, 2025
Homeখেলাধুলাফোর্বস তালিকায় আবারও শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো

ফোর্বস তালিকায় আবারও শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো

২০২৫-২৬ মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার রোনালদো, মেসি দ্বিতীয় স্থানে

ফুটবল বিশ্বে আবারও সর্বোচ্চ আয়ের খেলোয়াড়ের তালিকায় শীর্ষে উঠেছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বসের ২০২৫-২৬ মৌসুমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আল নাসর ক্লাবের হয়ে খেলা রোনালদো এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো এই তালিকার শীর্ষে উঠলেন। ঠিক এক সপ্তাহ আগেই ব্লুমবার্গ জানায়, ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার ইতিহাসের প্রথম বিলিয়ন ডলার আয়ের ফুটবলার হয়েছেন।

রোনালদোর মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে আয় আনুমানিক ২৮০ মিলিয়ন ডলার। যা দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির আয় থেকে দ্বিগুণেরও বেশি। ইন্টার মায়ামির খেলোয়াড় মেসির মোট আয় ধরা হয়েছে ১৩০ মিলিয়ন ডলার, যার বড় অংশ আসে মাঠের বাইরের চুক্তি থেকে।

তৃতীয় স্থানে আছেন ফরাসি তারকা ও সাবেক ব্যালন ডি’অরজয়ী করিম বেনজেমা। সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবের হয়ে খেলে তিনি বছরে আয় করেন প্রায় ১০৪ মিলিয়ন ডলার।

সৌদি লিগের আরও এক সদস্য সেনেগালের সাদিও মানে তালিকার অষ্টম স্থানে আছেন, যার বার্ষিক আয় আনুমানিক ৫৪ মিলিয়ন ডলার।

গত মৌসুমের তুলনায় এ বছর সৌদি ক্লাবের খেলোয়াড়দের সংখ্যা কমেছে। কারণ জানুয়ারিতে ব্রাজিলিয়ান তারকা নেইমার আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেছেন। ২০২৪-২৫ মৌসুমে তিনি তৃতীয় স্থানে ছিলেন ১১০ মিলিয়ন ডলার আয়ে, এখন তার আয় কমে দাঁড়িয়েছে প্রায় ৩৮ মিলিয়ন ডলারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের বিপুল অর্থনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও এ তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুইজন খেলোয়াড়—ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড (পঞ্চম) ও লিভারপুলের মোহাম্মদ সালাহ (সপ্তম)।

অন্যদিকে স্পেনের লা লিগা থেকে সর্বাধিক চারজন খেলোয়াড় স্থান পেয়েছেন। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে (চতুর্থ), ভিনিসিয়ুস জুনিয়র (ষষ্ঠ) ও জুড বেলিংহ্যাম (নবম) ছাড়াও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল (দশম) রয়েছেন তালিকায়, যার আয় প্রায় ৪৩ মিলিয়ন ডলার।

ফোর্বস জানায়, বিশ্বের শীর্ষ ১০ সর্বোচ্চ আয়ের ফুটবলারের সম্মিলিত আয় ২০২৫-২৬ মৌসুমে দাঁড়াবে প্রায় ৯৪৫ মিলিয়ন ডলার।

RELATED NEWS

Latest News