Thursday, October 16, 2025
Homeজাতীয়এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাব্বারনগরের জন্যে শাপলা মূর্তির সামনে অবস্থান নিয়ে দাবি...

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাব্বারনগরের জন্যে শাপলা মূর্তির সামনে অবস্থান নিয়ে দাবি জানাবেন

২০ শতাংশ বাড়তি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির জন্য শিক্ষক-কর্মচারীদের পদযাত্রা বৃহস্পতিবার

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন জাব্বারনগরের দিকে পদযাত্রা করবেন। তারা তাদের তিন দফা দাবির মধ্যে ২০ শতাংশ বাড়তি হাউজ রেন্ট ভাতা, মেডিকেল ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা বেসিকের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি জানাবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বুধবার এই ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষক ও কর্মচারীরা রবিবার থেকে এই দাবিতে আন্দোলন করছেন।

বুধবার শাহবাগ মোড় অবরোধের মাধ্যমে তারা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। শাহবাগ পুলিশের ব্যারিকেড ভেঙে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আন্দোলনকারীরা তিন ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ রাখেন। দুপুর ১:৪৫ মিনিটে শুরু হওয়া অবরোধ বিকেল ৫টার দিকে শেষ হয় এবং তারা আবার শহীদ মিনারে অবস্থান নেন। তারা জানান, যদি তাদের দাবিগুলি বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পূরণ না হয়, তবে জাব্বারনগরের দিকে পদযাত্রা করা হবে।

আরো পড়ুন: দাবি বাস্তবায়নে শাহবাগ অবরোধে এমপিওভুক্ত শিক্ষকরা

মঙ্গলবার শিক্ষকরা সরকারকে বুধবার দুপুর পর্যন্ত সময় দেন, নাহলে শাহবাগ মোড় বন্ধের হুমকি দেন। সোমবার এবং মঙ্গলবার তারা শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রার চেষ্টা করেন, কিন্তু পুলিশ হাইকোর্ট মাজার গেটের কাছে তাদের থামিয়ে দেয়। সেখানে সন্ধ্যা ৮টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আবার শহীদ মিনারে ফিরে যান।

রবিবার, জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকালে পুলিশ শিক্ষকদের সরাতে শব্দ গ্রেনেড, পানি কামান ও লাঠি ব্যবহার করে। আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য অবস্থান ও পদযাত্রা অব্যাহত রাখছেন।

RELATED NEWS

Latest News