নরওয়ে ও সুইডেনের তরুণ রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষ করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এই সফরের আয়োজন করে। সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ তৈরি করা।
প্রতিনিধি দলটি সরেজমিনে দেখেছে, কীভাবে বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় (১৪ অক্টোবর) ঢাকায় নরওয়ে, সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে এক সংবর্ধনার মাধ্যমে সফরের সমাপ্তি হয়। অনুষ্ঠানে অংশীদারিত্ব, সংলাপ এবং টেকসই সমাজ গঠনে যৌথ অঙ্গীকারের চেতনাকে উদযাপন করা হয়।
সফরকালে তরুণ নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা খুলনা ও সুন্দরবনে নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকায় তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এতে তারা প্রত্যক্ষ করেন, কীভাবে বাংলাদেশের মানুষ তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত পরিবর্তনের পথ তৈরি করছে।
খুলনায় প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কার্যালয় পরিদর্শন করে চলমান প্রস্তুতি সম্পর্কে জানতে পারে। ঢাকায় নরওয়ে দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানায়, এই প্রস্তুতি প্রক্রিয়ায় নরওয়ে, সুইডেনসহ বিভিন্ন উন্নয়ন অংশীদার “ব্যালট প্রকল্প”-এর মাধ্যমে সহযোগিতা দিচ্ছে। প্রকল্পটি নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও কার্যক্রমগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
এছাড়া ঢাকায় ‘ইয়ুথ আড্ডা’য় তরুণ বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়, ড্রিক গ্যালারিতে সাহস ও পরিবর্তনের গল্প দেখা এবং জাতীয় সংসদ ভবন পরিদর্শনের মাধ্যমে তারা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত হন।
সফরের অংশ হিসেবে তারা প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং ঐকমত্য কমিশনের এক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, জলবায়ু অভিযোজন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেছে।