চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড়ে বুধবার রাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ)।
বুধবার রাত ১১টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠু ভোটগ্রহণের দাবি জানান।
বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত ছিলেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, মহানগর ছাত্রদলের নেতারা এবং বিভিন্ন ইউনিটের কর্মীরা।
মিডিয়াকে দেওয়া বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির চেষ্টা চলছে। আমরা বেশ কিছু অনিয়মের খবর পেয়েছি। তাই শাহবাগে এসে প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগে ডাকসু ও জাকসু নির্বাচনে যেসব অনিয়ম দেখা গেছে, এবার যদি একই ঘটনা চাকসুতেও ঘটে, তাহলে ছাত্রদল কঠোরভাবে প্রতিরোধ করবে।”
রাকিব বলেন, “এখনও আমরা ধৈর্য ধরেছি বলেই তারা স্বস্তিতে আছে। কিন্তু যদি আমরা মাঠে নামি, তাদের টিকতে দেওয়া হবে না।”
এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নেয় এবং ২৩২টি পদে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অনিয়মের অভিযোগ থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরে সংবাদ সম্মেলন করে জানায়, তারা নির্বাচন বর্জন করবে না।