মালয়েশিয়ার জোহর রাজ্যের দুই জেলায় অবৈধ অভিবাসনের অভিযোগে ৩২ জন বিদেশিকে আটক করেছে অভিবাসন কর্তৃপক্ষ। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছে।
জোহর অভিবাসন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস মঙ্গলবার জানান, সোমবার জোহর বারু এবং বাতু পহাট জেলায় এই অভিযান চালানো হয়। অভিযানে আটজন ইন্দোনেশিয়ান পুরুষ, আটজন ইন্দোনেশিয়ান নারী, পাঁচজন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ভারতীয় পুরুষ, চারজন মায়ানমার পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং একজন মায়ানমার নারী আটক হয়।
তিনি জানান, মোট ৯৬ জন ব্যক্তির পরিচয়পত্র এবং কার্যক্রম যাচাই করা হয়। এদের মধ্যে খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং আবাসিক এলাকা অন্তর্ভুক্ত ছিল। অভিযানটি এক সপ্তাহের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নাগরিকদের তথ্য দেওয়ার মাধ্যমে পরিচালিত হয়।
আটককৃতরা ১৯ থেকে ৫২ বছরের মধ্যে এবং বিভিন্ন অভিবাসন আইনের লঙ্ঘনে জড়িত। তাদের বিরুদ্ধে বৈধ যাতায়াত নথি না থাকা, অস্থায়ী কর্মমূলক ভিসার অবৈধ ব্যবহার, অনুমতি ছাড়া কাজ করা এবং ওভারস্টে করা অভিযোগ আনা হয়েছে।
মোহদ রুসদি বলেন, সব আটককৃতকে সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী তদন্ত চলছে। চারজন সাক্ষীকে ফর্ম ২৯ নোটিশ দেওয়া হয়েছে তদন্তে সহযোগিতা করার জন্য।