ঢাকার রূপনগর এলাকায় বুধবার ভোরে আগুন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা মঙ্গলবার একটি রাসায়নিক গোডাউনের বিস্ফোরণ ও আগুনের পর সৃষ্টি হয়েছে। আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে সম্পূর্ণভাবে নির্বাপন করা যায়নি। ধোঁয়া ও রাসায়নিক বাষ্প নিকটে থাকা গার্মেন্টসের কর্মীদের অসুস্থ করেছে।
স্থানীয় গার্মেন্টস কর্মী ঝর্ণা বেগম জানান, সকাল আটটার দিকে কাজ শুরু করেছিলেন। প্রায় দু’ঘন্টা কাজ করার পর ধোঁয়া থেকে অসুস্থ হয়ে পড়া কর্মীদের খবর পেয়ে কর্তৃপক্ষ তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ধোঁয়া ও রাসায়নিকের কারণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কমপক্ষে ১২টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। গুরুতর ধোঁয়া এবং রাসায়নিক উপস্থিতি উদ্ধারকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসপ্রাপ্ত ভবনের ভিতরে ঢুকে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
স্থানীয়রা বলেন, ধোঁয়া ও রাসায়নিকের প্রভাবে আশেপাশের গার্মেন্টসের কর্মীরা স্বাস্থ্যগত সমস্যায় পড়ছেন। কর্তৃপক্ষ আহত ও অসুস্থদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করছে।
এই দুর্ঘটনা আবারও ঢাকার শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং রাসায়নিক ব্যবস্থাপনার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।