Sunday, October 19, 2025
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় জাহাজে আগুনে অন্তত ১০ জন নিহত, আহত ১৮

ইন্দোনেশিয়ায় জাহাজে আগুনে অন্তত ১০ জন নিহত, আহত ১৮

রিয়াউ দ্বীপপুঞ্জে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্ত শুরু

ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জে একটি তেলবাহী জাহাজে (অয়েল ট্যাংকার) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। বুধবার ভোরে স্থানীয় সময় সকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান জায়নাল আরিফিন জানান, এমটি ফেডারেল টু নামের জাহাজটি তখন মেরামতের কাজ চলছিল। সেই সময় হঠাৎ আগুন ধরে যায়। আগুনের উৎস এখনও জানা যায়নি এবং জাহাজটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না।

ঘটনাটি ঘটে বাটাম শহরের একটি শিপইয়ার্ডে, যা সিঙ্গাপুর থেকে সমুদ্রপথে প্রায় ২০ কিলোমিটার দূরে।

আরিফিন বলেন, “সকল নিহত ও আহত ব্যক্তি জাহাজের মেরামত কাজে যুক্ত ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।”

তিনি আরও জানান, জাহাজটির মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পূর্বেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা

এর আগে গত জুন মাসে বাটামেই আরেকটি জাহাজে আগুন লাগে। সেই ঘটনায় চারজন নিহত ও নয়জন আহত হন। তদন্তে দেখা যায়, ওই দুর্ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে আগুন ছড়িয়েছিল।

নতুন এ দুর্ঘটনাতেও একই ধরনের কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED NEWS

Latest News