প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস সোমবার ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের (WFF) সাইডলাইনে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় রোমের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) সদর দফতরে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনা হয়েছে।
আরো পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ন্যায় ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিতের অঙ্গীকার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
এ ধরনের বৈঠক আন্তর্জাতিক সংস্থাগুলো এবং দেশগুলোর মধ্যে খাদ্য ও কৃষি খাতে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।