বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দুই রাউন্ডে কুকাবুরা বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে এই আসর। বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবির এক কর্মকর্তা বলেন, “আমরা এর আগেও এমনটি করেছি। নভেম্বর মাসে টেস্ট ম্যাচ থাকায় খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে প্রথম দুই রাউন্ডে কুকাবুরা বল ব্যবহারের পরিকল্পনা করেছি।”
বাংলাদেশ আগামী নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয়টি ১৯ থেকে ২৩ নভেম্বর মিরপুরে। দুটি ম্যাচেই কুকাবুরা বল ব্যবহৃত হবে।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে গত তিন বছর ধরে বিসিবি ডিউক বল ব্যবহার করে আসছে। এর মূল উদ্দেশ্য ছিল দ্রুতগতির বোলিং উৎসাহিত করা এবং বোলারদের জন্য বাড়তি সুবিধা তৈরি করা।
তবে আন্তর্জাতিক টেস্টে ব্যবহৃত কুকাবুরা বলের সঙ্গে খেলোয়াড়দের পরিচিতি বাড়াতে এনসিএলের প্রথম দুই রাউন্ডে এই পরিবর্তন আনছে বিসিবি। এতে ক্রিকেটাররা আসন্ন টেস্ট সিরিজের আগে নতুন বলের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।