Tuesday, October 14, 2025
Homeখেলাধুলাদক্ষিণ কোরিয়ান কোচ জুন গিউ চোই যোগ দিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো দলে

দক্ষিণ কোরিয়ান কোচ জুন গিউ চোই যোগ দিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো দলে

দক্ষিণ এশীয় গেমসের প্রস্তুতিতে চার মাসের চুক্তিতে কোচ হিসেবে দায়িত্ব নিলেন চোই

দক্ষিণ কোরিয়ার খেলা, তাই কোচও দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আবারও ফিরল খেলার জন্মভূমির অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে। সোমবার আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ পুমসে কোচ জুন গিউ চোইকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন।

আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় গেমসের জন্য জাতীয় দলকে প্রস্তুত করতে দায়িত্ব নেবেন তিনি।

বাংলাদেশের লক্ষ্য এবার পুমসে ইভেন্টে আগের আসরের স্বর্ণপদক ধরে রাখা। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত গেমসে এই ইভেন্টে স্বর্ণজয় করেছিলেন দীপু চাকমা।

কোচ জুন গিউ চোইকে সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু। বর্তমানে জাতীয় দলটি বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণে রয়েছে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, কোচ চোইকে চার মাসের প্রাথমিক চুক্তিতে আনা হয়েছে। তাঁর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশ যদি আসন্ন দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক ধরে রাখতে পারে, তাহলে তাঁর চুক্তি জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমস পর্যন্ত বাড়ানো হবে।

সহ-সভাপতি হাসানুজ্জামান খান বলেন, “প্রাথমিকভাবে তাঁকে চার মাসের জন্য আনা হয়েছে। আমরা যদি আমাদের লক্ষ্য পূরণ করতে পারি এবং স্বর্ণপদক ধরে রাখতে পারি, তাহলে তাঁর চুক্তি বাড়ানোর পরিকল্পনা আছে।”

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News