সৌদি আরব জুড়ে অবৈধভাবে বসবাস, সীমান্ত অতিক্রম ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহব্যাপী অভিযানে ২১ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মোট ২১ হাজার ৪০৩ জনকে আটক করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১২ হাজার ৪৩৯ জন আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন, ৪ হাজার ৬৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন এবং ৪ হাজার ৩১৪ জন শ্রম আইন ভেঙেছেন।
এ ছাড়া ২৩ হাজার ৮২৪ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ২ হাজার ৭৬৪ জনকে ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে এবং ১১ হাজার ৮৪৯ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সীমান্ত নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৭৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৫৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং বাকিরা অন্যান্য দেশের। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ৩৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ প্রবেশ বা অবস্থানে সহযোগিতা, আশ্রয় বা পরিবহন দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে মোট ৩১ হাজার ৩৪৪ জন বিদেশি (২৯ হাজার ৮৪০ পুরুষ ও ১ হাজার ৫০৪ নারী) সৌদির অভিবাসন ও শ্রম আইন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের সহযোগিতা বা আশ্রয় দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে অবৈধ কর্মকাণ্ডের তথ্য জানাতে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
