Wednesday, January 28, 2026
Homeজীবনযাপনগ্রীষ্মে বাইকের যত্ন জরুরি, জৈষ্ঠ মাসে বাড়তি সতর্কতার পরামর্শ

গ্রীষ্মে বাইকের যত্ন জরুরি, জৈষ্ঠ মাসে বাড়তি সতর্কতার পরামর্শ

ঢাকা, ২৭ মে, ২০২৫ (ডেপ্রবা) : জৈষ্ঠ মাসের আবহাওয়া রীতিমতো অস্থির। কখনো গরম আবার হঠাৎ বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বেশিরভাগ সময়ই এখন গরম অনুভূত হয়। এই অতিরিক্ত তাপমাত্রা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলে না, প্রভাব পড়ে যন্ত্রচালিত যানবাহনেও। বিশেষ করে মোটরবাইকের ক্ষেত্রে গ্রীষ্মকালে প্রয়োজন বাড়তি যত্নের।

বাইকের ইঞ্জিন, টায়ার, ব্যাটারি, ব্রেকিং সিস্টেম সবকিছুই অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষ কিছু বিষয় খেয়াল রাখলে দুর্ঘটনা বা যান্ত্রিক সমস্যার ঝুঁকি অনেকটাই কমে।

ইঞ্জিন ও কুলিং সিস্টেম:
ইঞ্জিনের সুরক্ষায় হাই গ্রেড ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত। যদি বাইকটি লিকুইড কুলড হয় তাহলে নিয়মিত কুলেন্ট লেভেল চেক করা জরুরি। বাইক রোদে পার্কিং না করে ছায়াযুক্ত স্থানে রাখলে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া এড়ানো যায়।

টায়ার ও চাপ:
গরমে পিচঢালা রাস্তায় টায়ারে চাপ বেড়ে যায়। ফলে টায়ার ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর টায়ারের প্রেসার পরীক্ষা করা জরুরি।

ব্যাটারি ও ইলেকট্রিক্যাল অংশ:
অতিরিক্ত গরমে ব্যাটারি দ্রুত ওভারহিট হয়ে চার্জ ফুরিয়ে যেতে পারে। তাই ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল ঠিক আছে কিনা তা নজরে রাখা জরুরি।

ব্রেক সিস্টেম:
গরমে ব্রেক ফ্লুইডে বুদবুদ তৈরি হয়ে ব্রেক ফেল করতে পারে। তাই ব্রেক ফ্লুইডের স্তর ও মান নিয়মিত পরীক্ষা করে প্রয়োজনে পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে ব্রেক প্যাড ও ডিস্কের ঘর্ষণের অবস্থাও দেখা উচিত।

বাইকের প্রতি যত্নশীল হলে তা দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স দেয়। তাই গ্রীষ্ম হোক বা বর্ষা, নিয়মিত যত্নই পারে প্রিয় বাইকটিকে সুস্থ রাখতে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • বাইক

RELATED NEWS

Latest News