Monday, October 27, 2025
Homeজাতীয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক সংগঠন 'ইউনিভার্সিটি টিচার্স লিংক' গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ গঠন

২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক সংগঠন চালু করা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার নতুন শিক্ষক সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (UTL) চালু করা হয়েছে। এ সংগঠন পরিচালনার জন্য ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক এনায়েত উল্লাহ পাটওয়ারী আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, আর আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসেন ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিটি উন্মোচন করেন।

অধ্যাপক বিলাল হোসেন লিখিত বিবৃতিতে বলেন, “UTL গঠিত হয়েছে স্বাধীনতা ১৯৪৭, মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং জুলাই ২০২৪-এর আন্দোলনের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে। আমাদের লক্ষ্য একটি সম্মানিত, স্বাধীন ও দায়বদ্ধ একাডেমিয়া গঠন করা, যা শিক্ষা, গবেষণা এবং নৈতিক দায়বদ্ধতার মাধ্যমে পরিচালিত হবে। আমরা পাঁচটি মূল নীতি অনুসরণ করব — একাডেমিক উৎকর্ষ, আত্মসম্মান, জাতীয় অঙ্গীকার, ধর্মীয় সহিষ্ণুতা এবং সমষ্টিগত দায়বদ্ধতা।”

কমিটিতে যুক্ত আছেন যৌথ আহ্বায়ক হিসেবে অধ্যাপক কাজী মোঃ বরকট আলী (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান), অধ্যাপক মোঃ রুকনুজ্জামান আজাদ (পরিসংখ্যান), অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী (আধুনিক ভাষা ইনস্টিটিউট), এবং অধ্যাপক সিরাজ উদ্দিন (মাইক্রোবায়োলজি)।

যৌথ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দিন (ইংরেজি) এবং লেকচারার মোমিন (জুলজি)। কোষাধ্যক্ষ পদে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ হরিসুর রহমান হাওলাদার (ম্যানেজমেন্ট)।

অন্যান্য আহ্বায়ক সদস্যরা বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করছেন, যেমন ভূগোল, জুলজি, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গণিত, মনুষ্যবিদ্যা, মাইক্রোবায়োলজি, রসায়ন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, এবং শারীরিক শিক্ষা।

অধ্যাপক বিলাল হোসেন উল্লেখ করেছেন, UTL-এর মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একাডেমিক সততা ও ঐক্য জোরদার করা এবং উচ্চশিক্ষার পরিবেশে প্রগতিশীল ও নৈতিক মান বৃদ্ধিতে অবদান রাখা।

RELATED NEWS

Latest News