প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ দীর্ঘ দিনের পর সত্যিকারের নির্বাচন দেখবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় ভোটের জন্য সকল প্রতিবন্ধকতা দূর করা হয়েছে।
শুক্রবার ময়মনসিংহ প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা হাসিনার ১৬ বছরের মেয়াদকালে অনুষ্ঠিত নকল নির্বাচনের যুগ পেরিয়ে গেছি।”
শফিকুল আলম আরও উল্লেখ করেন, এইবার দেশের মানুষ ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন দেখবে। ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হতে শুরু করেছে। তিনি জানান, অনেক এলাকায় প্রার্থীদের পোস্টার দেখা যাচ্ছে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দলগুলো প্রার্থী ঘোষণা করলে নির্বাচনের উত্তেজনা আরও বাড়বে।
তিনি বলেন, “সমস্ত দল নীতিগতভাবে জুলাই চাটার নিয়ে একমত হয়েছে। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।”
স্বাক্ষরের পর সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। কিছু দল ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে।
ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।