Sunday, October 19, 2025
Homeজাতীয়বাংলাদেশে ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি বজায় রাখার প্রতি সরকারের অঙ্গীকার

বাংলাদেশে ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি বজায় রাখার প্রতি সরকারের অঙ্গীকার

জাহাঙ্গীর আলম চৌধুরী: দেশজুড়ে সব সম্প্রদায় স্বাধীনভাবে ধর্ম পালন করছে

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার দেশের সব প্রান্তে ধর্মীয় সহাবস্থান এবং শান্তিপূর্ণ ধর্ম পালন নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার আযুলিয়ার বোধিগ্যান কেন্দ্রে অনুষ্ঠিত কঠিন চিবার দান অনুষ্ঠান-এ তিনি বলেন, “অস্থায়ী সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ধর্মীয় সম্প্রদায় তাদের সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারে।”

আয়োজিত উৎসবকে কেন্দ্র করে, বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী অনুষ্ঠান অশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দেশের সব মঠে শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরামর্শক জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “বাংলাদেশে কোনো ধর্মীয় বিভাজন নেই এবং সব ধর্মের মানুষ স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করছে। তবে, কিছু ফ্যাসিবাদী মনোভাবের ব্যক্তি কখনো কখনো এই সহাবস্থানকে বিকৃত করার চেষ্টা করে।”

তিনি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা — অহিংসা, সমতা, বন্ধুত্ব ও দয়া— নিয়ে আলোচনা করেন। “বুদ্ধের শিক্ষায় ক্ষমা, লোভ থেকে বিরত থাকা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব চিরন্তন এবং সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য,” তিনি বলেন।

পরামর্শক আরও বলেন, আতীশ দীপংকর-এর ঐতিহ্য পুনরুজ্জীবিত করা প্রয়োজন। “বাংলাদেশের সন্তান হিসেবে, তিনি আমাদের গর্বের প্রতীক। তাঁর অবদান আরও প্রশংসা পেতে পারে এবং তাঁর নামে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যথাসময়ে প্রাসঙ্গিক।”

তিনি বৌদ্ধ ধর্মের পাঁচটি নীতি-কে সর্বজনীন মানবিক মূল্যবোধ হিসেবে উল্লেখ করেন যা গ্রহণ করলে সমাজে অন্যায়, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমস্যা মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরক্কোডি, ব্যবসায়ী দয়াল কুমার বারুয়া, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট জ্যোতির্ময় বারুয়া, সুবাশীষ চক্রবর্তী এবং কর্নেল দিদারুল আলম।

RELATED NEWS

Latest News