Tuesday, October 7, 2025
Homeজাতীয়বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক

মানবাধিকার, গণতন্ত্র ও গাজা সংকট নিয়ে বিস্তৃত আলোচনা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মোগউ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজধানীর জামুনা অতিথিশালায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস অ্যালিস মোগউকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সময় আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও গুরুত্বপূর্ণ। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পাশে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকারকর্মীর সঙ্গে দেখা করেছি। সবাইকে বলেছি, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে এখানে আসতে।”

তিনি আরও বলেন, “প্রতিটি সফর আমাদের উপেক্ষিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে।”

বৈঠকে তিনি প্রয়াত দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটুর সঙ্গে তার বন্ধুত্বের স্মৃতিচারণ করেন এবং ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

গাজায় চলমান মানবিক সংকটও আলোচনার অন্যতম বিষয় ছিল। অ্যালিস মোগউ বলেন, এফআইডিএইচ গাজার জনগণের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে এবং অধ্যাপক ইউনূসের মানবিক অবস্থানের প্রশংসা করেন।

তিনি অন্তর্বর্তী সরকারের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতিকেও সাধুবাদ জানান। মোগউ বলেন, “আপনি কঠিন পরিস্থিতির মধ্যেও প্রশংসনীয় কাজ করছেন।”

বাংলাদেশে বিগত ১৫ বছরের শাসনামলে নিপীড়ন, জোরপূর্বক গুম এবং মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অ্যালিস মোগউ বাংলাদেশের তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্ম পরিবর্তনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে। আমি প্রতিদিন সকালে তাদের জন্য প্রার্থনা করি।”

বৈঠকে অধিকার সংস্থার জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনা উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News