ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়া ‘ইন্দ্রা-২০২৫’ শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটির মূল লক্ষ্য সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধি ও যৌথ কৌশলগত দক্ষতা উন্নয়ন।
গত সপ্তাহে ভারতের রাজস্থান রাজ্যের মরু এলাকা ও সীমান্ত অঞ্চলে মহড়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে কোজলভ এবং ভারতের গান্দিভ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল সঞ্জয় চন্দ্র কান্তপালসহ দুই দেশের সিনিয়র সামরিক কর্মকর্তা।
মেজর জেনারেল কান্তপাল বলেন, “ইন্দ্রা-২০২৫ মহড়া আমাদের বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আগামী দুই সপ্তাহ আমরা জটিল আধুনিক যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মহড়ায় সন্ত্রাসবিরোধী কৌশল, যৌথ সামরিক অভিযান, যোগাযোগ ব্যবস্থা, এবং যৌথ কমান্ড পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই মহড়ায় ভারতের সেনাদের পাশাপাশি প্রায় ২৫০ জন রুশ সেনা অংশ নিচ্ছেন। দুই দেশ জানিয়েছে, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং বর্তমান বৈশ্বিক উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ভারত ও রাশিয়া প্রতিবছর প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক বৈঠক আয়োজন করে, যা মস্কো ও নয়াদিল্লিতে পালাক্রমে অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সামরিক-প্রযুক্তিগত অংশীদারিত্ব এখন শুধু অস্ত্র ক্রয়-বিক্রয়ের সীমা ছাড়িয়ে গেছে। তারা যৌথ গবেষণা, নকশা উন্নয়ন এবং উন্নত সামরিক সরঞ্জাম যৌথভাবে উৎপাদনে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে উভয় পক্ষ।