ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উদ্বোধনের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় দুই দিনব্যাপী এই উৎসবের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে “সামাজিক অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণ”।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত বিতর্ক চর্চা ভবিষ্যৎ পেশাগত জীবনে শিক্ষার্থীদের সাফল্যে বড় অবদান রাখবে।”
ডিইউডিএসের সভাপতি জুবায়ের হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিইউডিএসের প্রধান উপদেষ্টা অধ্যাপক এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র কর্মকর্তা জোহরা বিনতে জামান বনি।
এবারের উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪টি দল এবং স্কুল-কলেজ পর্যায় থেকে ১২টি দল অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মুক্ত চিন্তার বিকাশে এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সামাজিক অন্তর্ভুক্তি ও নীতিনির্ধারণ বিষয়ে চিন্তা করার সুযোগ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
