Monday, October 6, 2025
Homeখেলাধুলাক্রিকেটআফগানিস্তানকে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশের

তানজিদ ও ইমনের ঝড়ো ব্যাটিংয়ের পর নুরুল ও রিশাদের শান্ত ইনিংসে চার উইকেটে জয়

শারজাহে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে চার উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শেষ ওভারের আগেই ম্যাচটি জিতে নেয় দলটি, হাতে ছিল আট বল।

১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দুজনই অর্ধশতক পূর্ণ করেন। তানজিদ করেন ৩৭ বলে ৫১ এবং ইমন করেন ৩৭ বলে ৫৪ রান। তাদের ১০৯ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে উঠেছিল।

তবে ম্যাচে ফেরে আফগানিস্তান। স্পিনার রশিদ খান হঠাৎই বাংলাদেশকে চাপে ফেলেন। মাত্র ১৮ রানে চার উইকেট তুলে নেন তিনি। এতে ১০৯ রান বিনা উইকেটে থেকে বাংলাদেশ ১৯ বলের ব্যবধানে ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে। নুর আহমদের টাইট বোলিংয়ে চাপ আরও বাড়তে থাকে।

এই সময় দলকে বিপদ থেকে টেনে তোলেন নুরুল হাসান। তিনি মাত্র ১৩ বলে ২৩ রান করেন, যার মধ্যে আজমাতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে পরপর দুটি ছক্কা ছিল উল্লেখযোগ্য। অপর প্রান্তে শান্ত ব্যাটিং করেন রিশাদ হোসেন। তিনি ৯ বলে অপরাজিত ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৮.৪ ওভারে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে। রহমানউল্লাহ গুরবাজ ৩১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। অভিজ্ঞ মোহাম্মদ নবী ২৫ বলে করেন ৩৮। শেষ দিকে শরফুদ্দিন আশরাফ অপরাজিত ১৭ রান যোগ করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় স্কোর গড়তে পারেনি আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রিশাদ দুটি করে উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদও ছিলেন কৃপণ।

সিরিজে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ জয়ের পথ খুলবে তাদের জন্য।

RELATED NEWS

Latest News