ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীপ্রদানকারী দেশগুলোর (UNTCC) প্রধানদের সম্মেলন। ভারতীয় সেনাবাহিনীর আয়োজনে এই বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত ৩০টির বেশি দেশের জ্যেষ্ঠ সামরিক নেতারা অংশ নেবেন।
বুধবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর উপপ্রধান (তথ্যপ্রযুক্তি ও সিস্টেম) লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এ তথ্য জানান। তিনি বলেন, এ ধরনের সম্মেলন শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে।
লেফটেন্যান্ট জেনারেল কাপুর উল্লেখ করেন, ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ ও ধারাবাহিক অবদানকারী দেশ। ভারতীয় সেনাবাহিনী নিজেদের অভিজ্ঞতা, উদ্ভাবন ও সর্বোত্তম কার্যপ্রণালী অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত।
সম্মেলনে শান্তিরক্ষী বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়ানো, দেশীয় প্রযুক্তির ব্যবহার করে কম খরচে টেকসই কার্যক্রম পরিচালনা এবং জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাহিনীপ্রদানকারী দেশগুলোর শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া ভারতের “বাসুধৈব কুটুম্বকম” বা “পৃথিবী এক পরিবার” নীতির প্রতিফলনও এতে তুলে ধরা হবে।
বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, ঘানা, ইথিওপিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও রুয়ান্ডাসহ একাধিক দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন। তিন দিনের এই কর্মসূচিতে পূর্ণাঙ্গ অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা, টেকসই শান্তি প্রতিষ্ঠা ও জটিল পরিবেশে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক শান্তি ও সমষ্টিগত নিরাপত্তা নিশ্চিতকরণে ভারতের অঙ্গীকার আরও জোরালোভাবে তুলে ধরা হবে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় গভীরতর সহযোগিতার পথ সুগম হবে।
