Monday, November 10, 2025
Homeজাতীয়সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

গুলশান থেকে সন্ত্রাসবিরোধী ইউনিটের অভিযানে আটক, পুলিশের তদন্ত চলছে

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা তাকে আটক করে গুলশান থানায় হস্তান্তর করেন।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহেদকে কিছু অভিযোগের ভিত্তিতে থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্তের পর যদি সংশ্লিষ্টতার প্রমাণ মেলে তবে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News