বারিশাল শহরে শুক্রবার দুপুরে থিম পার্কে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল (JCD) কর্মীরা দুই সাংবাদিককে মারধর করে আহত করেছে।
আহত সাংবাদিকরা হলেন সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান এবং চ্যানেল ২৪-এর শাকিল হাওলাদার। আহত শাকিলকে গুরুতর মাথার আঘাতের কারণে পরে শেখ-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুমন জানিয়েছেন, তিনি তাঁর সহকর্মীর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে লেডিজ ক্লাব অডিটোরিয়ামে গিয়েছিলেন। এই সময় তার কন্যা পার্কে কিছু সময় কাটাতে চেয়েছিলেন। তিনি পার্কের সামনে গেলে ছাত্রীদল কর্মীরা তাকে বাধা দেন। ওয়ার্ড ১০-এর সভাপতি বেলাল গাজী বলেন, তার সন্তানরা পার্কে খেলছে, তাই অন্য শিশুর প্রবেশ সীমিত থাকবে।
সুমন প্রতিবাদ করলে সংঘর্ষ শুরু হয়। বেলাল গাজী তার সমর্থকদের ফোন করে সুমনের ওপর আক্রমণ চালানোর নির্দেশ দেন। সুমনের ছোট কন্যার চিৎকারে শাকিল হাওলাদার ছুটে আসে এবং সাংবাদিক পরিচয় দেন। এতে ছাত্রীদল আরও ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ওপর আক্রমণ চালায়। শাকিল মাটিতে পড়ে মাথায় রক্তপাত শুরু হয়।
সংখ্যায় কম হওয়ায় দুই সাংবাদিক অডিটোরিয়ামের ভিতরে নিরাপদ আশ্রয় নেন। কিন্তু ছাত্রীদল সদস্যরা সেখানে আরও হামলার চেষ্টা চালায়। বারিশাল সিটি ইউনিটের উপ-সভাপতি সোহেলের নেতৃত্বে কিছু কর্মী সাংবাদিকদের ওপর আক্রমণ চালান।
অপরিচিত একজন ব্যক্তি পুলিশকে খবর দেয়, কিন্তু সমস্যার আশঙ্কায় ছাত্রীদল সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে বারিশাল ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম আহতদের হাসপাতালে দেখতে যান। তিনি বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেলাল গাজী দাবি করেন, তিনি শুধুমাত্র গেটকিপারের প্রতিশ্রুতি অনুযায়ী সুমনকে পার্কে প্রবেশ করতে দেননি। তিনি ব্যাখ্যা দেননি কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাত পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।