Friday, September 26, 2025
Homeজাতীয়স্বাস্থ্যসেবা টাকা আয়ের মাধ্যম হওয়া উচিত নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্বাস্থ্যসেবা টাকা আয়ের মাধ্যম হওয়া উচিত নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ অধিবেশনে বক্তব্যে স্বাস্থ্য খাতকে ব্যবসায়িক মুনাফার বাইরে রাখার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা কখনোই কেবল মুনাফা অর্জনের মাধ্যম হওয়া উচিত নয়। অর্থলাভকে প্রাধান্য দিলে স্বাস্থ্যব্যবস্থা সঠিক পথে এগোয় না।

বুধবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন “Transforming Primary Healthcare-Bangladesh’s Blueprint”-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে। কিন্তু যদি কেবল মুনাফাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে স্বাস্থ্যসেবা পথভ্রষ্ট হয়ে পড়ে। ওষুধ ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই এগুলোকে শুধুমাত্র অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ, তবে স্বাস্থ্যখাত তাদের হাতে এককভাবে থাকা উচিত নয়।”

কোভিড-১৯ মহামারির সময়ে টিকার বণ্টন নিয়ে বৈষম্যের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিশ্বের মাত্র ১০টি দেশ উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশ নিজেদের নিয়েছিল, যা ছিল অত্যন্ত অন্যায্য।

ড. ইউনূস স্বাস্থ্যখাতে সামাজিক ব্যবসার ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যা সমাধান সম্ভব।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এনসিপি নেত্রী ড. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News