জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্খোফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠকে তিনি পানি ব্যবস্থাপনা, সমুদ্র গবেষণা এবং দেশের নদীগুলো নাব্য রাখার ক্ষেত্রে ডাচ সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডসের বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং সামুদ্রিক প্রযুক্তিতে নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের গ্রামীণ এলাকায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য স্বল্পমেয়াদি কোল্ড স্টোরেজ সুবিধা জরুরি। মৌসুমি ফল ও শাকসবজি সংরক্ষণের সুযোগ না থাকায় প্রায়ই কৃষকরা লোকসানের মুখে পড়েন।
ড. ইউনুস বলেন, প্রতিবছর বিপুল পরিমাণ ফল ও সবজি পচে নষ্ট হয়। এর ফলে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি জানান, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আম, কাঁঠাল, পেয়ারার চাহিদা বাড়ছে, তবে সংরক্ষণ প্রযুক্তি ও উন্নত লজিস্টিক সুবিধা ছাড়া রপ্তানি বাড়ানো সম্ভব নয়।
বৈঠকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্খোফ এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং টেক্সটাইল খাতেও সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: ইউএন সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
এ সময় দুই নেতা আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ভুয়া তথ্যের ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ইউনুস জানান, দীর্ঘ ১৫ বছর ধরে প্রকৃত নির্বাচন হয়নি, এবার ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ভুয়া তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা কামনা করে ড. ইউনুস বলেন, “এটি আমাদের নির্বাচনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই।”
বৈঠকে প্রধানমন্ত্রী স্খোফও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় এ ক্ষেত্রে যৌথভাবে কাজ করা জরুরি।