Friday, September 26, 2025
Homeজাতীয়ইউএন সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

ইউএন সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আসন্ন নির্বাচন ও বৈশ্বিক ইস্যুতে অবস্থান তুলে ধরবেন তিনি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে শুক্রবার ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। নিউইয়র্ক সময় দুপুর ২টার দিকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে জাতিসংঘস্থ বাংলাদেশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার প্রক্রিয়া এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের অঙ্গীকার তুলে ধরবেন। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেবেন যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার জাতিসংঘ অধিবেশনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে— Better together: 80 years and more for peace, development and human rights। এই অধিবেশনে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরা শান্তি, উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখছেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে গত এক বছরের কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। পাশাপাশি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি স্থানান্তর এবং ফিলিস্তিনে স্থায়ী শান্তির আহ্বান বিষয়েও কথা বলবেন।

রোহিঙ্গা সংকটও ইউনুসের ভাষণে গুরুত্বপূর্ণ স্থান পাবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকটের টেকসই সমাধানে আরও কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছর ড. ইউনুসের প্রস্তাবের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত “পার্টনার্স ডায়ালগ” ছিল এ সম্মেলনের প্রস্তুতির অংশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ আয়োজন প্রমাণ করছে যে রোহিঙ্গা ইস্যুটি এখনো আন্তর্জাতিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে রয়েছে।

ভাষণে ড. ইউনুস তিনটি মূল বিষয়ে জোর দেবেন— সংস্কার, ন্যায়বিচার এবং নির্বাচন। গত ১৪ মাসে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার চ্যালেঞ্জ ও সাফল্য তিনি তুলে ধরবেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈশ্বিক ও ভূরাজনৈতিক কিছু ব্যক্তিগত বার্তাও বিশ্বনেতাদের উদ্দেশে দেবেন। এগুলোতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ থাকবে।

RELATED NEWS

Latest News