মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক জোরদার করতে মার্কিন একটি লবিং ও কনসালটিং ফার্মকে নিয়োগ করেছে। ভির্জিনিয়াভিত্তিক ম্যাককিয়ন গ্রুপের সঙ্গে এই চুক্তি ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য মাসে ৬০ হাজার মার্কিন ডলার পাবে।
ম্যাককিয়ন গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা হাওয়ার্ড ম্যাককিয়ন, যিনি সাবেক ক্যালিফোর্নিয়ান রিপাবলিকান কংগ্রেসম্যান বাক ম্যাককিয়নের ছেলে, এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ক্লায়েন্টদের মধ্যে সৌদি আরবও রয়েছে।
এর আগে গত ৩১ জুলাই মিয়ানমার জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য ডিসিআই গ্রুপের সঙ্গে এক বছরের জন্য ৩০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে। দুই চুক্তি মিলিয়ে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে লবিং কার্যক্রমে জান্তা ব্যাপক বিনিয়োগ করছে।
জান্তা আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে আন্তর্জাতিক মহলে এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক সম্পাদকীয়তে এ নির্বাচনী পরিকল্পনাকে “প্রহসন” হিসেবে উল্লেখ করেছে। পত্রিকাটি বলেছে, মিয়ানমারের সেনা সরকার বর্তমানে দেশের অর্ধেকেরও কম অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, বাকি এলাকায় প্রভাব বিস্তার করছে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো।
জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারের অভ্যন্তরে এখন পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।