শ্রীলঙ্কার অভিবাসন প্রধান হার্শা ইলুকপিটিয়াকে আদালত অবমাননার দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভিসা সেবা চুক্তি বাতিলের বিষয়ে আদালতের আদেশ উপেক্ষা করার অভিযোগে মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে সাবেক প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে রাজাপাকসে ভাইদের আমলের বেশ কিছু দুর্নীতি মামলাও পুনরুজ্জীবিত করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ইলুকপিটিয়া ভিসা সেবা প্রদান নিয়ে বহুজাতিক কনসোর্টিয়ামের সঙ্গে করা কয়েকশ মিলিয়ন ডলারের একটি চুক্তি বাতিল করতে ব্যর্থ হন। আদালত গত বছর স্থানীয় আগের সেবা প্রদানকারীকে সাময়িকভাবে পুনর্বহালের নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন।
তিন সদস্যের বিচারক প্যানেল ইলুকপিটিয়ার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, তিনি ইতোমধ্যে এক বছর ধরে আটক অবস্থায় ছিলেন।
বিতর্কিত ওই চুক্তির আওতায় ভারতের জিবিএস টেকনোলজি সার্ভিসেস ও আইভিএস গ্লোবাল এফজেডসিও, প্রযুক্তিগত অংশীদার ভিএফএস গ্লোবালের সঙ্গে মিলে ভিসা সেবা পরিচালনা করছিল। আগের স্থানীয় প্রদানকারী যেখানে ভিসা ফি নিত মাত্র এক ডলার, সেখানে নতুন কনসোর্টিয়াম ফি বাড়িয়ে ২৫ ডলার করে। এমনকি যেসব দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন ছিল না, তাদের কাছ থেকেও এই ফি আদায় করা হয়।
বিরোধী দল এবং তৎকালীন পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো অভিযোগ করেছিলেন, ফি বৃদ্ধি পর্যটকদের নিরুৎসাহিত করবে। মামলার আবেদনকারীরা দাবি করেন, অনিয়মিত প্রক্রিয়ায় চুক্তি প্রদান করা হয়েছে এবং এর মাধ্যমে কনসোর্টিয়াম ১৬ বছরে প্রায় ২৭৫ কোটি ডলার আয় করতে পারে।
আদালত এখনো এই চুক্তির বৈধতা বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি।