Friday, September 26, 2025
Homeঅর্থ-বাণিজ্যবাংলাদেশের এলডিসি উত্তরণের জন্য ডব্লিউটিওর পূর্ণ সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনুস

বাংলাদেশের এলডিসি উত্তরণের জন্য ডব্লিউটিওর পূর্ণ সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনুস

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র পূর্ণ সহায়তা চেয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি অকনজো-ইওয়েলার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ইউনুস বলেন, বাংলাদেশের মতো দেশগুলো এলডিসি থেকে উত্তরণের সময় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বাণিজ্য সুবিধা বা অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার বজায় রাখা জরুরি। তিনি আগামী ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করেন।

ডব্লিউটিও মহাপরিচালক আশ্বাস দিয়ে বলেন, সংস্থাটি এ বিষয়ে সব ধরনের সহায়তা করবে। তিনি জানান, বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনো ডব্লিউটিওর নিয়মের আওতায় পরিচালিত হচ্ছে এবং সংস্থার সংস্কার অপরিহার্য।

ইওয়েলা বাংলাদেশের সমর্থন চান ডব্লিউটিও সংস্কারের অগ্রগতিতে। তিনি বলেন, “ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। এখানে আপনার নেতৃত্ব দরকার।”

প্রধান উপদেষ্টা ইউনুসও এ আহ্বানে সাড়া দিয়ে বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে ডব্লিউটিওকে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্কার অপরিহার্য। “চ্যালেঞ্জ গ্রহণ করার এখনই সময়,” তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৬ সালের শেষ দিকে নির্ধারিত। এ প্রক্রিয়ায় বাণিজ্য সুবিধা বজায় রাখার বিষয়টি দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

RELATED NEWS

Latest News