বড় নেতারাও শহরের যানজটে আটকে যেতে পারেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেটিই টের পেলেন সোমবার রাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটরকেড যাওয়ার কারণে তাঁকে রাস্তা পার হতে দেননি নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ তাঁর প্রতিনিধি দলের সঙ্গে রাস্তা পার হতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা তাঁকে থামিয়ে দেন। বিব্রত কর্মকর্তা বলেন, “দুঃখিত স্যার, সব কিছু স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্টের মোটরকেড আসছে।”
ম্যাক্রোঁ মজার ছলে উত্তর দেন, “যদি মোটরকেড না দেখেন, আমাকে যেতে দিন। আপনার সঙ্গে আলোচনায় বসি।” জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি হাস্যরস করেন।
বারিকেডে দাঁড়িয়ে থাকার সময় ম্যাক্রোঁ সরাসরি ট্রাম্পকে ফোন দেন। তিনি ফোনে বলেন, “ভাবুন তো, আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, সবকিছু আপনার জন্য থেমে গেছে।” এসময় তিনি ট্রাম্পের সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে রাস্তা হাঁটার সময়ই ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে। ওই সূত্র জানায়, কথোপকথন ছিল উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ, যেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা নিউইয়র্কে অবস্থান করছেন। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।