গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দমকলকর্মী শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বুধবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণকালে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা নিহত শামীম আহমেদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি চার দমকলকর্মী ও স্থানীয় এক যুবকের দ্রুত সুস্থতা কামনা করেন, যারা এখন ঢাকায় চিকিৎসাধীন।
অধ্যাপক ইউনুস বলেন, “নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে অন্যের জীবন বাঁচাতে দমকলকর্মীরা যে ভূমিকা রাখছেন, তা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাদের অবদান স্মরণ করবে।”
দমকলকর্মী শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনের সদস্য ছিলেন। সোমবার সাহেরা মার্কেটের একটি রাসায়নিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম, গুদাম পরিদর্শক খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), দমকলকর্মী নুরুল হুদা (৪০), দমকলকর্মী জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানদার আল-আমিন বাবু (২২)। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।