Friday, September 26, 2025
Homeখেলাধুলামালয়েশিয়ার বিপক্ষে বড় হারে বিদায়, ইতিহাস গড়লেন বাংলাদেশের ফায়েদ আজিম

মালয়েশিয়ার বিপক্ষে বড় হারে বিদায়, ইতিহাস গড়লেন বাংলাদেশের ফায়েদ আজিম

এএফসি ফুতসাল এশিয়ান কাপ বাছাইপর্বে মালয়েশিয়ার কাছে ৭–১ গোলে হারলেও দেশের হয়ে প্রথম গোল করলেন ফায়েদ আজিম

এএফসি ফুতসাল এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচেও বড় হার দিয়ে বিদায় নিল বাংলাদেশ। সোমবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৭–১ গোলে পরাজিত হয় দলটি।

তবে এই হার সত্ত্বেও ম্যাচটি বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি করেছে। কারণ, ফায়েদ আজিম দেশের হয়ে পুরুষ ফুতসলে প্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

এ ঘটনাটি অনেকের কাছে স্মরণ করিয়ে দেয় ১৯৭৩ সালের কথা। সেবার এনায়েতুর রহমান মালয়েশিয়ার মেরদেকা কাপে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন। কয়েক দশক পর আবারও মালয়েশিয়ার মাটিতে ইতিহাস লিখল বাংলাদেশ, এবার ফুতসলে।

এর আগে দুই দিন আগে আন্তর্জাতিক ফুতসল যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা ১২ বার এশিয়ান চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২–০ ব্যবধানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে অন্তত একটি গোল আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথমার্ধে মালয়েশিয়া ৩–১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

দুই ম্যাচে টানা পরাজয়ের ফলে বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • এএফসি

RELATED NEWS

Latest News