Friday, September 26, 2025
Homeআন্তর্জাতিকআফগান কিশোর বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছে ফেরত পাঠানো হলো

আফগান কিশোর বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছে ফেরত পাঠানো হলো

কাবুল থেকে উড্ডয়নের পর দুই ঘণ্টার যাত্রায় দিল্লি পৌঁছায় কিশোর, একই বিমানে ফের দেশে পাঠানো হয়

আফগানিস্তান থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারতের রাজধানী দিল্লি পৌঁছায় ১৩ বছরের এক কিশোর। পরে নিরাপত্তা জিজ্ঞাসাবাদ শেষে তাকে একই বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটটি কাবুল থেকে প্রায় দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ওই সময় কিশোরটিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা খুঁজে পান বলে সরকারি সূত্রে জানা গেছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রথমে বিমান অবতরণের পর রানওয়ের কাছে ছেলেটিকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে খবর দেয়। এরপর তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কাছে হস্তান্তর করা হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে পড়েছিল।

পরে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া একই ফ্লাইটে তাকে ফের কাবুল পাঠানো হয়।

বিমানটির ল্যান্ডিং গিয়ার অংশে বিশেষ নিরাপত্তা তল্লাশি চালায় কাম এয়ারলাইন্স। এ সময় একটি ছোট লাল রঙের স্পিকার উদ্ধার করা হয়, যা সম্ভবত ওই কিশোরের বহন করা ছিল। তবে বিস্তারিত তল্লাশির পর বিমানে কোনো নাশকতার ঝুঁকি নেই বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

ঘটনার পর বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

RELATED NEWS

Latest News