এশিয়া কাপে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। দুবাইয়ে রোববার অনুষ্ঠিত সুপার ফোরের এই ম্যাচে ভারতীয় ওপেনার আবিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং ছিল মূল আকর্ষণ। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি আলোচনায় এসেছে বেশি।
১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার আবিষেক শর্মা ও শুভমান গিল ঝড়ো সূচনা করেন। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। গিল করেন ৪৭ রান, আর আবিষেক ৩৫ বলে ৭৪ রান করেন, যেখানে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।
গিলকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ। পরে হারিস রউফ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে শূন্য রানে আউট করে চাপ বাড়ান। তবুও ভারতের জয় আটকানো যায়নি। শেষদিকে তিলক ভার্মার অপরাজিত ৩০ রানের ইনিংসে জয় নিশ্চিত হয়।
এর আগে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান ৫৮ ও সাইম আয়ুব ২১ রান করেন। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ১৭১ রান।
ম্যাচে একাধিকবার উত্তেজনা দেখা যায়। ব্যাট হাতে ঝড় তোলা আবিষেক শর্মা ও হারিস রউফের মধ্যে বাকবিতণ্ডা হয়। একইভাবে শুভমান গিল ও শাহীন আফ্রিদির মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় ঘটে।
ভারত এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানকে হারিয়েছিল। সেই ম্যাচের পরও হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। সুপার ফোরের ম্যাচেও একই ঘটনা পুনরাবৃত্তি হলো।
এদিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি তোলার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। পাকিস্তানের অভিযোগ, তিনি অধিনায়ক সালমান আগাকে হাত মেলানো নিয়ে নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে পিসিবি আইসিসিতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং পাইক্রফ্টকে ম্যাচ থেকে সরানোর দাবি করেছে।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল বহুজাতিক টুর্নামেন্টের নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশও রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।