Friday, September 26, 2025
Homeবিনোদনদীর্ঘ বিরতির পরও সিনেমায় ফিরতে চান পূর্ণিমা

দীর্ঘ বিরতির পরও সিনেমায় ফিরতে চান পূর্ণিমা

গুণগত গল্প ও চরিত্র পেলে নতুন উদ্যমে কাজ করতে আগ্রহী অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় মুখ দিলারা হানিফ পূর্ণিমা অনেক দিন ধরেই বড় পর্দা থেকে দূরে। এক সময়ের এই আলোচিত অভিনেত্রী সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও সিনেমার জগতে তাকে দেখা যায়নি দীর্ঘদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সক্রিয় থাকলেও দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমা অভিনয় থেকে দূরে থাকার আক্ষেপের কথা জানান। তিনি বলেন, ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে তিনি এখনো কাজ করতে প্রস্তুত।

ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ প্রকাশ করলেও সেখানকার একটি বড় বাধার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তার ভাষায়, “আমি কাজ করতে চাই, কিন্তু ওখানে একটি বড় সিন্ডিকেট কাজ করছে। বাইরের কাউকে সহজে সুযোগ দেওয়া হয় না। যারা সেই দলে আছে, তারাই বারবার সুযোগ পায়। অথচ অনেক প্রতিভাবান শিল্পী আছেন, তাদেরও সুযোগ দেওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। তারপরও আমি আশাবাদী।”

পূর্ণিমা মনে করেন, সম্মানজনক প্রস্তাব ও শক্তিশালী গল্প পেলে আবারও নতুন করে অভিনয়ে প্রাণ খুঁজে পাবেন তিনি। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার পছন্দের তালিকায় রয়েছে।

তার মতে, এমন গল্পে কাজের সুযোগ পেলে অভিনয়ে নতুন উদ্দীপনা ফিরে আসত। দীর্ঘ বিরতির পরও দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান তিনি।

RELATED NEWS

Latest News