জর্ডান ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত সীমান্ত ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে। দুই ইসরায়েলি সেনা নিহতের ঘটনার পর টানা তিন দিন এটি বন্ধ ছিল।
রবিবার জর্ডান সরকার এক বিবৃতিতে জানায়, সীমান্ত দিয়ে শুধুমাত্র যাত্রী চলাচল পুনরায় চালু হয়েছে। তবে পণ্যবাহী ট্রাক চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সরকারি সম্প্রচারমাধ্যম আল-মামলাকা জানিয়েছে, সকালে সীমান্ত খুলে দেওয়ার পর থেকেই দুই দিকেই ভারী যানজট সৃষ্টি হয়।
এলনবি ক্রসিংই একমাত্র পথ, যেটি ব্যবহার করে ওয়েস্ট ব্যাঙ্কের ফিলিস্তিনিরা বিদেশে যাতায়াত করতে পারেন, যেখানে ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করতে হয় না। ১৯৬৭ সাল থেকে এ অঞ্চল ইসরায়েলের দখলে রয়েছে।
গত বৃহস্পতিবার গাজায় ত্রাণ নিয়ে যাওয়া একটি জর্ডানি ট্রাকের চালক সীমান্তে গুলি চালান। এতে এক ইসরায়েলি সেনা ও বেসামরিক প্রশাসনের একজন রিজার্ভ কর্মকর্তা নিহত হন। পরে হামলাকারীকে “নিষ্ক্রিয়” করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের সেনারা এ ঘটনার পর জর্ডানকে সীমান্ত দিয়ে ত্রাণ পরিবহন স্থগিত রাখার আহ্বান জানায়।
জর্ডান জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহত হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে আবদেল মুতালেব আল-কায়েসি নামে, যার বয়স ৫৭ বছর। তিনি তিন মাস ধরে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহনের কাজে যুক্ত ছিলেন।
আম্মান এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা দেশের স্বার্থের জন্য হুমকি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতাকে ব্যাহত করতে পারে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছরের যুদ্ধের ফলে গাজায় মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে।