রাজধানীতে নির্মাণাধীন জুলাই মেমোরিয়াল মিউজিয়ামে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হবে। জাদুঘরে শেখ হাসিনার ১৬ বছরের শাসনকাল সম্পর্কিত নানা তথ্য, ছবি, দলিল ও অডিও সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন জামুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাদুঘর ভবন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বৈঠকে জানান, আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে এর উদ্বোধনের আশা করা হচ্ছে। তিনি বলেন, “এখানে ১৬ বছরের নানা ঘটনার দলিল সংরক্ষিত থাকবে, যা দর্শনার্থীদের কাছে ইতিহাসকে জীবন্ত করে তুলবে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস জাদুঘরের নির্মাণকাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, দর্শনার্থীরা এখানে এসে ন্যায়বোধ ও জবাবদিহিতার বার্তা উপলব্ধি করতে পারবেন।
প্রধান কিউরেটর তানজিম ওয়াহাব জানান, কাজটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও গুম-সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। তাঁর ভাষায়, “এটি হবে একটি অনন্য জাদুঘর, যেখানে ধারাবাহিকভাবে শেখ হাসিনার শাসনামলের নানা দিক তুলে ধরা হবে।”
জাদুঘরে অডিও রেকর্ডিং, ভিজ্যুয়াল উপকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য একটি স্ক্রিনিং সেন্টারও থাকবে বলে জানা গেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম অনুসন্ধান কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোফিদুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা পরিষদের চেয়ারপারসন মারিনা তাবাসসুমসহ সংশ্লিষ্ট গবেষক ও স্থপতিরা।
জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এখানে প্রদর্শিত তথ্য ও দলিলসমূহ দর্শনার্থীদের সাম্প্রতিক ইতিহাসের নানা অধ্যায় বোঝাতে সহায়ক হবে।