Friday, September 26, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: অবৈধ অভিবাসী ফেরত পাঠাতে সহযোগিতা চাইল হোমল্যান্ড সিকিউরিটি

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: অবৈধ অভিবাসী ফেরত পাঠাতে সহযোগিতা চাইল হোমল্যান্ড সিকিউরিটি

ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ইলিনয়ের প্রতি সহযোগিতার অনুরোধ, অস্বীকৃতি ও নীরবতায় বাড়ছে বিতর্ক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ইলিনয়কে সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে সহযোগিতা করতে হবে। শনিবার এক বিবৃতিতে সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, সম্প্রতি ওই তিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অপরাধে দণ্ডপ্রাপ্ত ও কারাভোগ শেষে মুক্তি পাওয়া অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থাকে সহযোগিতা করতে হবে। তবে ইলিনয় ও নিউইয়র্ক কর্তৃপক্ষ জানায়, তারা কারাগার থেকে মুক্তি পাওয়া অভিবাসীদের বিষয়ে আইসিইকে কোনো তথ্য দেবে না। ক্যালিফোর্নিয়া কোনো সাড়া দেয়নি।

ম্যাকলাফলিন বলেন, এসব আশ্রয়দাতা রাজ্যের নীতি ও গুরুতর অপরাধে অভিযুক্তদের জামিন ছাড়া মুক্তি দেওয়ার প্রথা জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তার ভাষায়, এসব নীতির কারণে অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীরা আবারও সমাজে ফিরে যাচ্ছে, যা আমেরিকানদের জীবন ও কল্যাণকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি জানান, শুক্রবার আইসিই তিন রাজ্যকে নতুন চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে বিচার বিভাগ ও অন্যান্য ফেডারেল সংস্থার সহায়তায় এসব রাজ্যকে সহযোগিতায় বাধ্য করা হবে।

ম্যাকলাফলিন আরও বলেন, ইলিনয়ের অ্যাটর্নি জেনারেলের অফিস চিঠি গ্রহণ করতেই অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় অভিবাসন আইন কার্যকর করতে ফেডারেল সরকারের কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হিসাবে, এখন পর্যন্ত ৪ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ বা দণ্ডের রেকর্ড রয়েছে।

এই ইস্যুতে ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোর নীতি ও রিপাবলিকান নেতৃত্বাধীন ফেডারেল সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

RELATED NEWS

Latest News