পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রকল্পের উপপরিচালক কমান্ডার মো. শোয়েব খান উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসী বাংলাদেশি নাগরিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয় এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। প্রবাসীদের জন্য এ সেবা দ্রুত ও আধুনিক পদ্ধতিতে পাসপোর্ট পাওয়ার সুযোগ তৈরি করবে।