ঢাকা আদালত মঙ্গলবার বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ট্যান্ডিং কমিটি সদস্য মির্জা আব্বাসসহ ৬৫ জনকে পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় অব্যাহতি দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন সেশনজজ সাব্বির ফয়জ এই আদেশ দেন এবং মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে ছিলেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক গৃহমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও সাবেক আওয়ামী লীগ এমপি শাহজাহান ওমর।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাইনুল আবেদীন ফারুক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুব উদ্দিন খোকন ও হাবিব-উন-নবি খান সোহেল, স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি রফিকুল ইসলাম বাকুল, বিএনপি নেতা নাসির উদ্দিন আসিম এবং নিপুন রায় চৌধুরীও মামলার আসামি ছিলেন।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় একটি সমাবেশ আয়োজন করে এবং তখনকার শাসক দল আওয়ামী লীগ একই দিনে পাল্টা সমাবেশ আয়োজন করে। সমাবেশ চলাকালীন পুলিশ এবং আওয়ামী লীগের দ্বারা বিএনপির নেতা-কর্মীরা আক্রান্ত হন, যার ফলে অনেকেই আহত হন।
মামলাটি একই বছরের ৩১ অক্টোবর পল্টন থানায় দায়ের করা হয়েছিল।