আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং সীমান্ত পারাপার বাণিজ্য সম্প্রসারণে “সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫” বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে।
সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মেলাটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর জানান, মেলায় চার দেশের মোট ১০০টি স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ১৭টি, পাকিস্তান থেকে ৭৭টি, আফগানিস্তান থেকে পাঁচটি এবং শ্রীলঙ্কা থেকে একটি স্টল থাকছে।
কৃষিপণ্য, টেক্সটাইল, প্রসাধনী, জুট, ইলেকট্রনিকসসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে মেলায়।
সংবাদ সম্মেলনে মো. আলমগীর বলেন, “এ ধরনের মেলা মানুষে মানুষে সম্পর্ক বৃদ্ধি করে, বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করে। তবে ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে কোনো প্রতিষ্ঠান এখনও অংশগ্রহণে সাড়া দেয়নি।”
এসসিসিআই মহাসচিব জুলফিকার আলী বাট বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিপুল বাণিজ্য সুযোগ থাকলেও তা ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নানা কারণে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এখনই সময় আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর।
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজকরণ, সরাসরি যোগাযোগ এবং মানুষে মানুষে সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এফবিসিসিআই আন্তর্জাতিক বিষয়ক প্রধান মো. জাফর ইকবাল জানান, বৃহস্পতিবার ঢাকায় একটি সম্মেলন হবে যেখানে সার্ক প্রতিনিধিরা ও পাকিস্তানের ব্যবসায়ীরা অংশ নেবেন।
এই আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।