Wednesday, September 17, 2025
Homeজাতীয়জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড....

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

উচ্চপর্যায়ের বৈঠক, জলবায়ু সম্মেলন ও রোহিঙ্গা ইস্যুতে বিশেষ আলোচনায় অংশ নেবেন তিনি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে। এই অধিবেশনে তিনি মূল বক্তব্য প্রদানের পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন বলে জানা গেছে।

সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর। এতে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “আশি বছর আগে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বিশ্ব শান্তির আশায় জাতিসংঘের জন্ম হয়েছিল।”

৮০তম সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নিয়েছেন “বেটার টুগেদার”। এতে ঐক্য, সংহতি ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এবারের অধিবেশন শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য বহুপাক্ষিক সহযোগিতা নতুন করে জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অঙ্গীকার ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে ড. ইউনূসের কর্মসূচি তুলে ধরবেন।

৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দেবেন ড. ইউনূস। বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা এবং টেকসই সমাধানের জন্য সময়সীমাবদ্ধ কার্যকর পরিকল্পনা প্রস্তাবের ওপর জোর দেয়া হবে।

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী উদ্যোগ ত্বরান্বিত করতে জাতিসংঘ মহাসচিব ২৪ সেপ্টেম্বর একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে বিশ্বনেতারা নতুন জাতীয় জলবায়ু কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ সম্মেলনের আগে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে গত আট দশকের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। একই দিনে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন বসবে।

ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে এসব বৈশ্বিক আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News