Tuesday, September 16, 2025
Homeখেলাধুলাক্রিকেটমো. মনজুরুল ইসলাম পেলেন লেভেল ৪ এলিট ক্রিকেট কোচিং সনদ

মো. মনজুরুল ইসলাম পেলেন লেভেল ৪ এলিট ক্রিকেট কোচিং সনদ

প্রাক্তন পেসার সকল মডিউল ও পরীক্ষা সম্পন্ন করে অফিসিয়ালি স্বীকৃত লেভেল ৪ এলিট ক্রিকেট কোচ

প্রাক্তন বাংলাদেশ পেসার মো. মনজুরুল ইসলাম লেভেল ৪ এলিট ক্রিকেট কোচিং সনদ অর্জন করেছেন। তিনি কোচিং প্রোগ্রামের সব মডিউল ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে অফিসিয়ালি স্বীকৃত লেভেল ৪ এলিট ক্রিকেট কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

এই প্রোগ্রাম পরিচালনা করেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপ জেতা কোচ গ্যারি কির্সটেন।

৪৫ বছর বয়সী মনজুরুল বাংলাদেশ জাতীয় দলকে ১৭টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে ম্যাচে লেফট-আর্ম পেসার হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। অক্টোবর ২০২০ সালে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

RELATED NEWS

Latest News