Friday, September 26, 2025
Homeজাতীয়ঢামেকে জন্ম নেওয়া ছয় নবজাতকের পাঁচজনের মৃত্যু

ঢামেকে জন্ম নেওয়া ছয় নবজাতকের পাঁচজনের মৃত্যু

অকালপ্রসব হওয়ায় বাঁচেনি পাঁচ শিশু, একটি নবজাতক এখনো বেঁচে আছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিবার ও চিকিৎসকরা জানান, অকালপ্রসব এবং স্বল্প ওজনের কারণে নবজাতকরা বাঁচতে পারেনি।

২৩ বছর বয়সী মকসেদা আখতার প্রিয়া রোববার সকাল ৯টার দিকে ঢামেকে ছয় সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। জন্মের কয়েক ঘণ্টার মধ্যে একটি নবজাতক মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, পর্যাপ্ত কক্ষ না থাকায় তিন নবজাতককে নিলক্ষেতের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘হোমকেয়ার’-এ স্থানান্তর করা হয়। সেখানে সোমবার দুই নবজাতক মারা যায়। ঢামেকেই মারা যায় আরও দুইজন। বর্তমানে কেবল একটি কন্যাশিশু বেঁচে আছে এবং তাকে নিলক্ষেত হোমকেয়ারের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

ঢামেকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, নবজাতকরা ২৭ সপ্তাহের গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই জন্ম নিয়েছে। স্বাভাবিকভাবে গর্ভকাল কমপক্ষে ২৮ সপ্তাহ হতে হয়। প্রতিটি শিশুর ওজন ছিল ৮০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে।

মকসেদা আখতার প্রিয়া বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন। তার স্বামী মোহাম্মদ হানিফ কাতারপ্রবাসী।

চিকিৎসকরা জানান, অকালপ্রসব ও স্বল্প ওজনের কারণে এ ধরনের শিশুদের জীবন ঝুঁকিতে থাকে। বর্তমানে জীবিত নবজাতকটির অবস্থা সংকটাপন্ন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News