Monday, November 10, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানে সেনা অভিযানে ১২ সেনা নিহত, ৩৫ জঙ্গি নিহত

পাকিস্তানে সেনা অভিযানে ১২ সেনা নিহত, ৩৫ জঙ্গি নিহত

আফগান সীমান্তবর্তী এলাকায় দুই দফা অভিযানে সংঘর্ষ, সেনাবাহিনীর দাবি জঙ্গিদের আশ্রয় আফগান মাটিতে

পাকিস্তানি সেনারা গত দুই দিনে আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি তালেবানের দুটি আস্তানায় অভিযান চালিয়েছে। এতে তীব্র সংঘর্ষে ১২ সেনা এবং ৩৫ জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

সেনাবাহিনী জানায়, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায়। সেখানে ২২ জন জঙ্গি নিহত হয়। দ্বিতীয় অভিযান হয় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায়। সেখানে আরও ১৩ জন জঙ্গি নিহত হয় এবং এ সময় ১২ সেনা প্রাণ হারান। সেনাবাহিনী বলেছে, নিহত সেনারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিরা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগান তালেবান সরকারকে সন্ত্রাসী কার্যক্রমে তাদের মাটি ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানি সেনারা নিহত জঙ্গিদের “খারিজি” আখ্যা দিয়ে দাবি করেছে, তাদের পেছনে ভারতের সহযোগিতা রয়েছে। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে তালেবান ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগ করে আসছে, যা ভারত অস্বীকার করে।

এ ঘটনায় কাবুলের তালেবান সরকার কিংবা ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে। এর বেশির ভাগের দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এ গোষ্ঠী আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

২০২১ সালে আফগান তালেবান কাবুল দখলের পর পাকিস্তানি তালেবান আরও সক্রিয় হয়ে ওঠে। অনেক নেতা ও যোদ্ধা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে।

RELATED NEWS

Latest News