Sunday, October 19, 2025
Homeজাতীয়ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্বের কথা বললেন ডিএমপি কমিশনার

ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্বের কথা বললেন ডিএমপি কমিশনার

গুলশান-বনানী-বারিধারা-নিকেতনে সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কে অপরাধ কমেছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণই পুলিশের সাফল্যের মূল ভিত্তি।

শনিবার গুলশান থানায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার জানান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তা ও অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এর ফলে এলাকায় অপরাধ কমে এসেছে এবং অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে গতি বেড়েছে।

তিনি বলেন, স্থানীয়দের অংশগ্রহণ অপরাধ দমন ও কমিউনিটি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এলওসিসি সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত জানান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বিভিন্ন সোসাইটির যৌথ উদ্যোগে কমিটি গঠিত হয়। প্রথমে মাত্র ২৫টি ক্যামেরা দিয়ে কাজ শুরু হলেও এখন ক্যামেরার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫০০।

এলওসিসি সাধারণ সম্পাদক শামসুল আরেফিন চৌধুরী বলেন, প্রকল্পটি সম্পূর্ণ জনগণের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং ডিএমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে। তিনি প্রযুক্তিগত দিকগুলো সভায় উপস্থাপন করেন।

এলওসিসির সহ-সভাপতি শওকত হোসেন দিলন জানান, ক্যামেরা নেটওয়ার্কের কারণে এলাকায় পথঅপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

১৩ বছরের যাত্রায় এলওসিসি প্রমাণ করেছে আধুনিক প্রযুক্তি ও জন-অংশগ্রহণ মিলেই একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা সম্ভব।

সভায় উপস্থিতরা বলেন, গুলশান-বারিধারা মডেল রাজধানীর অন্য এলাকাগুলোর জন্যও দৃষ্টান্ত হতে পারে।

সভা শেষে ডিএমপি কমিশনার গুলশান থানা ভবনে স্থাপিত সিসিটিভি কক্ষও পরিদর্শন করেন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ডিএমপি

RELATED NEWS

Latest News