Wednesday, September 10, 2025
Homeরাজনীতিবাংলাদেশে জামায়াত আমীরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে জামায়াত আমীরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে মতবিনিময়, ভবিষ্যতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশাবাদ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান ধঙ্গলও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় তারা ভবিষ্যতে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, দলের সহকারী মহাসচিব এবং প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News